English ছবি ভিডিও
Bangla Font Problem?
শেষ আপডেট ৬:৪৭ অপরাহ্ণ
ঢাকা, সোমবার , ২৩শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ

অসুস্থ যাত্রাশিল্পীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসক ও জেলা পরিষদ।

Facebooktwitterredditpinterestlinkedinmail
বার্তা16 অনলাইন জুন ৭, ২০২০

নেত্রকোনা জেলা প্রতিনিধি মহিউদ্দিন টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না নেত্রকোনার যাত্রা শিল্পী সুরভি সাহা। এই সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর নেত্রকোনার জেলা প্রশাসক মঈনুল ইসলামহ্যাঁ জেলা পরিষদপরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় ৭জুন অসুস্থ শিল্পীর খোঁজ খবর নেন এবং অসুস্থ শিল্পীর পরিবারের হাতে চিকিৎসা বাবদ নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ সাবিহা সুলতানা,ও স্থানীয় সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান এআরএফবি চেয়ারম্যান দিলওয়ার খানও উপস্থিত ছিলেন। এই দুর্যোগ মুহূর্তে অসুস্থ যাত্রাশিল্পী পরিবারের খোঁজখবর নেন।। উল্লেখ্য, যাত্রা অভিনেত্রী সুরভি সাহা মার্চ মাসে স্ট্রোক করে। প্যারালাইজড হয়ে মেয়ের বাড়িতে চিকিৎসা বিহিন অবস্থায় ছিল। গত ২জুন স্থানীয় উন্নয়ন সংগঠন এআরএফবি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসারত রয়েছেন।।


জনপ্রিয় বিষয় সমূহ: