English ছবি ভিডিও
Bangla Font Problem?
শেষ আপডেট ৬:৪৭ অপরাহ্ণ
ঢাকা, বুধবার , ২৩শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

আজ পদ্মায় বসছে ৩৮তম স্প্যান

Facebooktwitterredditpinterestlinkedinmail
বার্তা16 অনলাইন নভেম্বর ২১, ২০২০

পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর ৩৮ তম স্প্যান ‘ওয়ান-এ’ বসবে আজ। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হবে এ স্প্যান। এতে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৭ মিটার অংশ।

bdjournal
শনিবার, ২১ নভেম্বর, ২০২০
×
হোম
বাংলাদেশ
পদ্মায় বসছে ৩৮তম স্প্যান
প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ০৯:৩২ | আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০৯:৪২

নিজস্ব প্রতিবেদক
0
Shares

ফাইল ছবি

পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর ৩৮ তম স্প্যান ‘ওয়ান-এ’ বসবে আজ। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হবে এ স্প্যান। এতে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৭ মিটার অংশ।

|আরো খবর
৩৭তম স্প্যানে দৃশ্যমান সাড়ে ৫ কিলোমিটার
দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুর ৫৫৫০ মিটার
পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসছে আজ
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, বৈরী আবহাওয়াসহ অন্য কোন জটিলতা দেখা দিলে একদিন পিছিয়ে ২২ নভেম্বর (রোববার) সকালে স্প্যানটি বসানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে ও কারিগরি সমস্যা দেখা না দিলে শনিবার স্প্যানটি বসানো হবে।

তিনি আরও জানান, স্প্যানটি ১৬ ই নভেম্বর বসানোর পূর্ব সিডিউল ছিল৷ তবে নির্ধারিত দু’টি পিলার একটি ডাঙায় (স্থলে) ও অপরটি নদীতে থাকায় ড্রেজিং করে পিয়ার দুটির মাঝের স্থানটি স্প্যানবাহী ভাসমান ক্রেনের চলাচলের উপযোগী করতে হয়। এরপর কারিগরি অন্যান্য খুঁটিনাটি যন্ত্রাংশ প্রস্তুত করতে আরো কয়েকদিন সময় লেগে যায়।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হলো ৩৭টি স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৫হাজার ৫শ ৫০মিটার অংশ।


জনপ্রিয় বিষয় সমূহ: