English ছবি ভিডিও
Bangla Font Problem?
শেষ আপডেট ১:৫৪ অপরাহ্ণ
ঢাকা, শুক্রবার , ৪ঠা ডিসেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত জাতীয় দলের কোচ জেমি ডে

Facebooktwitterredditpinterestlinkedinmail
বার্তা16 অনলাইন নভেম্বর ১৫, ২০২০

ফিফার প্রীতি ম্যাচে নেপালে উড়িয়ে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ ফুটবল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ জেতারও প্রত্যয় ব্যক্ত করেছিলেন জাতীয় দলের কোন জেমি ডে। কিন্তু ম্যাচের আগেই বড়সড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশের ফুটবল।

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। প্রথম ম্যাচের পর করানো পরীক্ষায় জেমি ডে’র শরীর করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

প্রথম ম্যাচের পর শনিবার জাতীয় দলের সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। যার ফল এসেছে শনিবার রাতে। যেখানে জেমি ডে’র নমুনার ফলাফল আসে করোনা পজিটিভ। বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা বাফুফে সদস্য আমের খান। তিনি বলেন, ‘এতে আসলে বলার কিছু নেই। এখন পরিস্থিতিটাই এমন, যে কারও করোনা পজিটিভ হতে পারে। জেমির করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমাদের জন্য দুঃখজনক বিষয়। তার দ্রুত সুস্থ্যতার সকল ব্যবস্থা এরই মধ্যে নেয়া হয়েছে।’

করোনায় আক্রান্ত হওয়ায় এক্ষণ ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে জেমিকে। তার বদলে মঙ্গলবারের ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।


জনপ্রিয় বিষয় সমূহ: