নেত্রকোনা প্রতিনিধি মহিউদ্দিন: বিভিন্ন সামাজিক মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনাস্ত মোহনগঞ্জ সমিতি হত্যার সুষ্ঠু বিচার দাবি করে। মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েছে। 6 জুন নেত্রকোনা প্রেসক্লাবের সামনে সকাল ১২ ঘটিকায় নেত্রকোনাস্থ মোহনগঞ্জ সমিতির উদ্যোগে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শিমুল চৌধুরি।
বেবি ঝর্ণা সাহা স্বাবলম্বী উন্নয়ন সমিতি। সন্ধ্যা রানী; মৃত মারুফার মা আকলিমা আক্তার. মানববন্ধনে মারুফার মা কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন। উল্লেখ্য ৯ মে শনিবার বারহাট্টা উপজেলার সিংদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ কাঞ্চনের মোহনগঞ্জ হাসপাতাল রোডের নিজ বাসায় কিশোরী মারুফা আক্তার এর মৃত্যু হয়।
গৃহকর্মী মারুফা আত্মহত্যা করেছে বলে ইউপি চেয়ারম্যান নিজেই হাসপাতালে নিয়ে জান শিশুটির গায়ে স্পর্শকাতর’ জখমের চিহ্ন দেখে স্বজনদের সন্দেহ হলে মোহনগঞ্জ থানা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। ১১ই মে কাঞ্চন চেয়ারম্যান কে অভিযুক্ত করে মোহনগঞ্জ থানা পুলিশ আদালতে প্রেরণ করে। ১৪ ই মে চেয়ারম্যান জামিনে মুক্ত হয়। অপরদিকে ২৬ মে ওই মামলাটি সিআইডি তে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি সিআইডি তদন্তে। অপরদিকে এলাকার বিভিন্ন সংগঠন সুষ্ঠু তদন্তের দাবি আহ্বান রেখেছে।