নেত্রকোনা জেলা প্রতিনিধি : করুনার ভয়াবহতার মাঝে সময় কাটানোর জন্য কৃষকেরা ওড়াচ্ছেন রংবেরংগের ঘুড়ি। এসব ঘুড়ির আলাদা আলাদা নামও রয়েছে.।. যেমন ডাগ ঘুড়ি ঢুল ঘুড়ি , বিমান ঘুড়ি, তেলেঙ্গা ঘুড়ি .,তারা ঘুড়ি ঘর ঘুড়ি উরোপ্লেন ঘুড়ি নৌকা ঘুড়ি চাইনিজ ঘুড়ি ইত্যাদি ।
কেউ কেউ আবার ঘুড়ির নামকরণ করছে। বহু রকমের ঘুড়ি নাম অজানা আরো অনেক ঘুড়ি। রংবেরংগের লাল নীল বেগুনী কোন কোন ঘড়িতে আবার লাইটিং করা লাল সাদা বিভিন্ন রংয়ের লাইটিং করা থাকে রাতেরবেলায় মনে হয় যেন আকাশে তাঁরা ঝকঝক করছে দূর থেকে কেউ দেখলে মনে করবে যেন তারা জ্বলছে ।এগুলো আসলে তারা নয়। কৃষকের ওড়ানো লাইটিং ঘুড়ি। অনেক বড় বড় রঙ-বেরঙের ঘুড়ি।
দেখে মনে হবে আকাশ ছুঁয়ে যাচ্ছে শুধু এই গ্রামে নয়। নেত্রকোনার বিভিন্ন এলাকা জুড়েই উড়ানো হচ্ছে। রংবেরংগের ইলেক্ট্রিক ঘুড়ি গ্রামে গ্রামে ঘুড়ি উড়ানোর মহোৎসব চলছে। এ বিষয়ে আলামিন নামে একজন ঘুড়ির মালিকের কাছে জিজ্ঞাসাবাদ করাতে তিনি বলেন। করুনার মহামারীর সময় হাতে কোন কাজ না থাকায় সময় কাটানোর জন্য এই ঘুড়ি।