নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনা ডিবি পুলিশ সদর উপজেলার দুগীয়া এলাকা থেকেগোপন সংবাদের ভিত্তিতে ১৫ ই জুন সাত জুয়াড়িকে আটক করে। নেত্রকোনার ডিবি পুলিশ অফিসার ইনচার্জশাহানুর আলম এর নির্দেশনায় এস আই আব্দুল খালেক সংগীয় টিমের অফিসার ফোর্স সহ নেত্রকোনা সদর থানার দুগিয়া গ্রাম হইতে জুয়ারী ১। রতন মিয়া ২। সাব্দুল মিয়া ৩। সপন মিয়া ৪। শবদুল মিয়া ৫। গোলাপ মিয়া ৬। নজরুল ইসলাম ৭। শফিক মিয়া গনকে জুয়া খেলার আসর হইতে গ্রেফতার করিয়া নিয়মিত মামলা রজ্জু করিয়া অদ্য ১৫/৬/২০২০ তারিখ আসামি দের আদালতে প্রেরন করেন।