স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার পূর্বধলায় আগামি ৯ ফেব্রুয়ারী রবিবার একইস্থানে দুই ইসলামি সভার পৃথক আয়োজন
করে আওয়ামীলীগের দুই গ্রুপ। পূর্বধলা উপজেলায় হিড়িভিটা গ্রামে পূর্বধলা আওয়ামীলীগের
দুই গ্রুপের একইস্থানে একই তারিখে ধর্মীয় সভার মাকিং ও পোস্টারিং করছে।
আগামি ৯ ফেব্রুয়ারী রবিবার মধ্যরাত পর্যন্ত এই সভার আয়োজন করা হয়। একদিকে হাফিজিয়া তালিমুল মাদ্রাসা সভার প্রধান অতিথি করা হয় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন কে অপরদিকে নেত্রকোনা ৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল কে হিড়িভিটার জামে মসজিদ সভার প্রধান অতিথি করা হয়।
এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্রে জানা যায়, একটি সভা অনুষ্ঠিত হচ্ছে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে। অপরটি জাতীয় পাটির নেতা ওয়াহেদুজ্জামান আজাদের নেতৃত্বে।
এ ব্যাপারে
বার্তা ১৬ ডটকমকে এমপি বেলালের ঘনিষ্ঠ সহচর আওয়াল তালুকদার জানান, “আমরা যেকোন মূল্যে
হিড়িভিটার জামে মসজিদ সভা সফল করব”।
নাম প্রকাশ না করা শর্তে পূর্বধলা উপজেলা আওয়ামীলীগের এক নেতা জানান, “৯ তারিখের এই সভায় সংঘাত অনিবার্য। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ জরুরি। এই বিষয়ে নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রতিবেদককে জানান, বিষয়টি আমাদের নজরে এখনো আসে নি।