English ছবি ভিডিও
Bangla Font Problem?
শেষ আপডেট ৬:৪৭ অপরাহ্ণ
ঢাকা, সোমবার , ২৩শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ

বাংলাদেশি ছবিতে তেলেগু অভিনেতা কবীর সিং

Facebooktwitterredditpinterestlinkedinmail
বার্তা16 অনলাইন ফেব্রুয়ারি ৩, ২০২১

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা কবীর দোহান সিং, যাকে খল-নায়ক হিসেবেই সিনেমাতে বেশি দেখা যায়। অল্প ক্যারিয়ারেই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। ছয় বছরের ক্যারিয়ারে কাজ করেছেন প্রায় ৩৯টির মত সিনেমা। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে কিক-২, ভেদালাম, ডিক্টেটর, স্পিডুন্নুডু, সরদার গাব্বার সিং, সুপ্রীম, কাঞ্চনা-৩, অ্যাকশন ইত্যাদি।

অবাক করা বিষয় হলো, কবীর সিংয়ের ৪০তম সিনেমা হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র আর সেটি হবে ঢাকাই সিনেমা। মঙ্গলবার সকালে এ অভিনেতা তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেন।

সেখানে তিনি লিখেন, একটি নতুন দেশ, একটি নতুন জীবন আর একটি নতুন চরিত্র। এবার আমি আমার গণ্ডি পেরিয়ে যাচ্ছি বাংলাদেশের দিকে, একদমই নতুন রূপে।

তিনি আরও লিখেন, এটি হতে যাচ্ছে আমার চল্লিশতম সিনেমা, তাও আবার একটি বাংলা চলচ্চিত্র। আমার চল্লিশতম সিনেমার জন্য সবার শুভকামনা চাই।

সেইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করে কবীর দোহান সিং বাংলাদেশীদের উদ্দেশ্য তিনি লিখেন, বাংলাদেশ, আমি আসছি।

তবে বাংলাদেশের কোন সিনেমার জন্য তিনি আসছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।


জনপ্রিয় বিষয় সমূহ: