English ছবি ভিডিও
Bangla Font Problem?
শেষ আপডেট ৬:৪৭ অপরাহ্ণ
ঢাকা, মঙ্গলবার , ১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ

ভালো ছেলে পেলে বিয়ে করবেন মুনমুন

Facebooktwitterredditpinterestlinkedinmail
বার্তা16 অনলাইন মার্চ ৭, ২০২১

দুইবার বিয়ের পিঁড়িতে বসলেও সংসার টিকেনি আলোচিত চিত্রনায়িকা মুনমুনের। ২০০৩ সালে এক লন্ডন প্রবাসীকে বিয়ে করেছিলেন। ২০০৬ সালে বিচ্ছেদ হয় তাদের। প্রথম সংসারে মুনমুনের একটি সন্তানও রয়েছে। তারপর ২০১০ সালে ভালোবেসে রোবেন নামে এক মডেলকে বিয়ে করেন মুনমুন। তার সঙ্গেও বিচ্ছেদ হয় মুনমুনের।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মুনমুন জানিয়েছেন, মনের মতো গোছানো কোনো ভালো ছেলে পেলে এ বছর বা আগামী বছরের যেকোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি।
মুনমুন বলেন, ‘বিয়ের পরিকল্পনা আছে। জীবন কারও জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো।’


জনপ্রিয় বিষয় সমূহ: