English ছবি ভিডিও
Bangla Font Problem?
শেষ আপডেট 11:08 am
ঢাকা, [bangla_day] , [english_date] , [bangla_date]

রমজানের দশম দিনের ফজিলত!

Facebooktwitterredditpinterestlinkedinmail
বার্তা16 অনলাইন May 4, 2020

রহমত, বরকত ও নাজাতের মাস রমজান। এ মাসটি জুড়েই রয়েছে মুমিনের জন্য অফুরন্ত রহমত ও খোদা তা’লার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার সুযোগ। সেই সাথে বরকতের নেয়ামত তো আছেই। এ কারণে ইবাদত-বন্দেগির মাধ্যমে মাসটি অতিবাহিত করেন মুমিনগণ।

আজ রমজানের দশম দিন। এদিন রোজাদারকে উভয় জাহানের কল্যাণ দান করা হয়।

সিয়াম-সাধনার মাধ্যমে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকতে হবে। নামাজ ও রোজার পাশাপাশি কোরআন তিলাওয়াত, জিকির আসগারসহ বরকতের মাসটিকে কাটাতে হবে। তবেই আল্লাহ পাকের রহমত ও বরকত আমাদের নসিব হবে। আল্লাহ সবাইকে সেই তাওফিক দান করুন। আমিন।


জনপ্রিয় বিষয় সমূহ: