English ছবি ভিডিও
Bangla Font Problem?
শেষ আপডেট ১:৪০ অপরাহ্ণ
ঢাকা, বুধবার , ২৮শে অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ

সুখবর জানালেন তানজিন তিশা!

Facebooktwitterredditpinterestlinkedinmail
বার্তা16 অনলাইন অক্টোবর ১৬, ২০২০

গেল কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী তানজিন তিশা। তবে এবার তিনি সুখবর জানালেন। করোনা মুক্ত হয়েছেন এই অভিনেত্রী। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানান।

সেখানে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এবং আপনাদের সবার সহায়তায় আজ আমি করোনা প্রতিবেদন পেয়েছি এবং এটি নেগেটিভ।’ তিশা বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে করোনা ভাইরাস মুক্ত হয়েছি। আজই করোনা পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছি। তাতে নেগেটিভ এসেছে।’

জানা গেছে, মোস্তফা কামাল রাজের ‘মানি ম্যাশিন’ নাটকটির শুটিং মেষে করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে তিশার। পরে ওই ওই নাটকের নির্মাতা রাজ ও অভিনেতা তাহসান খানও করোনায় আক্রান্ত হন।

এবার করোনা মুক্তি হওয়ার পর তিশা জানালেন শিগগিরই শুটিংয়ে ফিরবেন তিনি।


জনপ্রিয় বিষয় সমূহ: